জয়পুরহাটে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। শহরের হক কনভেনশন সেন্টারে সংগঠনের জেলা শাখা গতকাল বিকালে এই সভার আয়োজন করে। বাজুস জয়পুরহাট সভাপতি এ এস নূরুন নবী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।
বিশেষ অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিপনুল হাসান রিপন, সাবেক কোষাধ্যক্ষ পবিত্র রঞ্জন ঘোষ, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য এনামুল হক সোহেল, জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা প্রমুখ। প্রধান অতিথি বলেন, এখন সম্মানজনক অবস্থায় রয়েছে জুয়েলারি ব্যবসা। এমন সাফল্যের নেপথ্যে আছেন বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীর। তিনি বলেন, বাজুস অনেক আগের সংগঠন কিন্তু বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর আসার পর এটি প্রাণ ফিরে পেয়েছে। তিনি আরও বলেন, দেশের তৈরি অলংকার দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্মার্ট সোনা ব্যবসায়ী হব। সারা দেশে সোনার স্মার্ট পরিবেশ সৃষ্টি করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে মতভেদ ভুলে বাজুসের নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনা করলে সব সমস্যার সমাধান হবে।