নেত্রকোনার পূর্বধলায় স্থানীয় এমপিকে অপহরণের অভিযোগে থানায় করা মামলা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে স্থানীয় নেতা-কর্মীসহ প্রশাসনেও। উপজেলা আওয়ামী লীগ সভাপতি নেত্রকোনা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালের (বীরপ্রতীক) সঙ্গে থাকা নেতা-কর্মীসহ নয়জনকে আসামি করে ২৩ আগস্ট পূর্বধলা থানায় মামলাটি করেন তার স্ত্রী রওশন হোসেন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক এরশাদ হোসেন মালু কিছুই জানেন না বলে জানান। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্সও কিছু জানেন না। খোঁজ নিয়ে জানাবেন বলে জানান তিনি। বাদী রওশন হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে তার সেক্রেটারি পরিচয়ে কথা বলেন একজন নারী। তিনি জানান, এটি মিডিয়ার কাজ নয়, পুলিশের কাজ। এটা উনার পার্সোনাল ব্যাপার। এ নিয়ে সংবাদ প্রকাশের প্রয়োজন নেই। পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দণ্ডবিধির ৩৪৪, ৩৬৪, ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৭১, ৫০০/৩৪ ধারায় মামলাটি হয়েছে। এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামিরা বিভিন্ন সময় ওয়ারেসাত হোসেনের কাজকর্ম দেখাশোনা করতেন এবং তার আস্থাভাজন হয়ে প্রতারণার ফাঁদে ফেলে সুযোগ-সুবিধা নিতেন। গত ৭ ফেব্রুয়ারি আসামিরা ওয়ারেসাত হোসেনকে ভুল বুঝিয়ে তার গ্রামের বাড়ি কাজলা থেকে একটি গাড়িতে ঢাকায় নিয়ে যান। সংসদ সদস্যের নিজের বাসা উত্তরায় না নিয়ে ধানমন্ডির একটি বাসায় তাকে আটকে রাখা হয়। ২৭ মার্চ পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। এ বিষয়ে ওয়ারেসাত হোসেন বেলালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
এমপি অপহরণ মামলা নিয়ে ধূম্রজাল
কিছুই জানেন না স্থানীয় নেতা-কর্মীরা
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর