নেত্রকোনার পূর্বধলায় স্থানীয় এমপিকে অপহরণের অভিযোগে থানায় করা মামলা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে স্থানীয় নেতা-কর্মীসহ প্রশাসনেও। উপজেলা আওয়ামী লীগ সভাপতি নেত্রকোনা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালের (বীরপ্রতীক) সঙ্গে থাকা নেতা-কর্মীসহ নয়জনকে আসামি করে ২৩ আগস্ট পূর্বধলা থানায় মামলাটি করেন তার স্ত্রী রওশন হোসেন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক এরশাদ হোসেন মালু কিছুই জানেন না বলে জানান। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্সও কিছু জানেন না। খোঁজ নিয়ে জানাবেন বলে জানান তিনি। বাদী রওশন হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে তার সেক্রেটারি পরিচয়ে কথা বলেন একজন নারী। তিনি জানান, এটি মিডিয়ার কাজ নয়, পুলিশের কাজ। এটা উনার পার্সোনাল ব্যাপার। এ নিয়ে সংবাদ প্রকাশের প্রয়োজন নেই। পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দণ্ডবিধির ৩৪৪, ৩৬৪, ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৭১, ৫০০/৩৪ ধারায় মামলাটি হয়েছে। এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামিরা বিভিন্ন সময় ওয়ারেসাত হোসেনের কাজকর্ম দেখাশোনা করতেন এবং তার আস্থাভাজন হয়ে প্রতারণার ফাঁদে ফেলে সুযোগ-সুবিধা নিতেন। গত ৭ ফেব্রুয়ারি আসামিরা ওয়ারেসাত হোসেনকে ভুল বুঝিয়ে তার গ্রামের বাড়ি কাজলা থেকে একটি গাড়িতে ঢাকায় নিয়ে যান। সংসদ সদস্যের নিজের বাসা উত্তরায় না নিয়ে ধানমন্ডির একটি বাসায় তাকে আটকে রাখা হয়। ২৭ মার্চ পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। এ বিষয়ে ওয়ারেসাত হোসেন বেলালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
শিরোনাম
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!