নেত্রকোনার পূর্বধলায় স্থানীয় এমপিকে অপহরণের অভিযোগে থানায় করা মামলা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে স্থানীয় নেতা-কর্মীসহ প্রশাসনেও। উপজেলা আওয়ামী লীগ সভাপতি নেত্রকোনা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলালের (বীরপ্রতীক) সঙ্গে থাকা নেতা-কর্মীসহ নয়জনকে আসামি করে ২৩ আগস্ট পূর্বধলা থানায় মামলাটি করেন তার স্ত্রী রওশন হোসেন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক এরশাদ হোসেন মালু কিছুই জানেন না বলে জানান। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্সও কিছু জানেন না। খোঁজ নিয়ে জানাবেন বলে জানান তিনি। বাদী রওশন হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে তার সেক্রেটারি পরিচয়ে কথা বলেন একজন নারী। তিনি জানান, এটি মিডিয়ার কাজ নয়, পুলিশের কাজ। এটা উনার পার্সোনাল ব্যাপার। এ নিয়ে সংবাদ প্রকাশের প্রয়োজন নেই। পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দণ্ডবিধির ৩৪৪, ৩৬৪, ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৭১, ৫০০/৩৪ ধারায় মামলাটি হয়েছে। এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামিরা বিভিন্ন সময় ওয়ারেসাত হোসেনের কাজকর্ম দেখাশোনা করতেন এবং তার আস্থাভাজন হয়ে প্রতারণার ফাঁদে ফেলে সুযোগ-সুবিধা নিতেন। গত ৭ ফেব্রুয়ারি আসামিরা ওয়ারেসাত হোসেনকে ভুল বুঝিয়ে তার গ্রামের বাড়ি কাজলা থেকে একটি গাড়িতে ঢাকায় নিয়ে যান। সংসদ সদস্যের নিজের বাসা উত্তরায় না নিয়ে ধানমন্ডির একটি বাসায় তাকে আটকে রাখা হয়। ২৭ মার্চ পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। এ বিষয়ে ওয়ারেসাত হোসেন বেলালের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
শিরোনাম
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন