নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমন মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার মধ্যরাতে তারাব পৌরসভার রসুলপুর এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা। নিহত সুমন তারাব পৌরসভার রসুলপুর এলাকার কালু মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, মধ্যরাতে তারাব পৌরসভার রসুলপুর এলাকায় সুমন মিয়াকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তার রক্তাক্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি আরও বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
এদিকে ফতুল্লার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস। গতকাল বিকালে দক্ষিণ সস্তাপুর এলাকায় একটি বহুতল ভবন ও একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।