যশোরের বেনাপোলে নাসির ওরফে ঘাট নাসির নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল বেনাপোলের বাগআঁচড়া বাজারের হাইস্কুল মার্কেটের সামনে থেকে র্যাব-৬-এর সদস্যরা তাকে গ্রেফতার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন। তিনি বলেন, অস্ত্র আইনে মামলার পর তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। নাসিরের নামে একাধিক মমলা রয়েছে।