দিনাজপুরের বিরামপুরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। সিরাজগঞ্জের তাড়াশে ভাতিজার শাবলের আঘাতে মৃত্যু হয়েছে চাচার। প্রতিনিধিদের পাঠানো খবর-
দিনাজপুর : বিরামপুরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ব্যক্তির নাম ওয়াসীম আলী (৪০)। তিনি উপজেলার খানপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে বিরামপুর উপজেলার খোশালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ফসিউর রহমান, ফজলার রহমান, ফরহাদ হোসেন, সেলিম মিয়া ও খোকন মিয়া, সেলিমের মেয়ে তাজদিদ এবং ইসলাম হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি শামীমাকে মারধর করে প্রতিবেশী সেলিম ও খোকন মিয়া। সিরাজগঞ্জ : তাড়াশে গতকাল ভাতিজার শাবলের আঘাতে চাচা মোসলেম উদ্দিনের (৭০) মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের সঙ্গে ভাতিজা সাগর আহম্মেদ জালালের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ভোরে দুজনের কাটাকাটি হয়। একপর্যায়ে সাগর উত্তেজিত হয়ে চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করে।