নানা সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জয়পুরহাট রেলস্টেশনের যাত্রীদের। এর শেডে ছিদ্র, প্ল্যাটফরমে বৃষ্টির পানি পড়ে। বৃষ্টি হলেই পুরো প্ল্যাটফরম ভিজে যায়। সেখানে বসা তো দূরের কথা দাঁড়ানোরও জায়গা হয় না যাত্রীদের। ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলানো থাকে। পানির দুর্গন্ধে স্টেশনে যাত্রীদের টিকে থাকা দায়। সিঁড়ি নেই; প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ট্রেনে ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হয়। সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলেই শেড দিয়ে পানি পড়ে জয়পুরহাট রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফরমে। শেডের টিনে মরিচা ধরে বড় বড় ছিদ্র হয়েছে। সেই ছিদ্র দিয়ে পড়ে বৃষ্টির পানি। এতে ভিজে যায় যাত্রীদের বসার স্থানসহ পুরো প্ল্যাটফরম। বৃষ্টির মাত্রা বাড়লে দাঁড়ানোরও পরিবেশ থাকে না স্টেশনে। স্টেশনের দুই নম্বর প্ল্যাটফরমে ওঠার সিঁড়ি না থাকায় প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের ট্রেনে ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হচ্ছে। শেড না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ২০২১ সালে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আধুনিকায়ন কাজ করা হয়। আহসান হাবীব নামে এক যাত্রী বলেন, আধুনিকায়ন করার দুই বছর পরই এক নম্বর প্ল্যাটফরমে শেডের টিনে মরিচা ধরে বড় বড় অসংখ্য ছিদ্র হয়ে গেছে। শাহিন হোসেন নামে একজন বলেন, রেলস্টেশনের বেহাল অবস্থা। ময়লা-আবর্জনায় যত্রতত্র ফেলানো থাকে। পানির দুর্গন্ধে স্টেশনে যাত্রীদের টিকে থাকা দায়। হিমেল খন্দকার নামে আরেক যাত্রী বলেন, দুই নম্বর প্ল্যাটফরমে শেড নেই। যখন আমরা ট্রেনের অপেক্ষায় থাকি তখন বৃষ্টি হলে ভিজেই ট্রেনে উঠতে হয়। জয়পুরহাট রেলস্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, এই রেলস্টেশনের সমস্যা আমাদের নজরে আছে। যাত্রীদের কষ্টের কথা ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই দুর্ভোগ লাঘব হবে।
শিরোনাম
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’