নানা সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জয়পুরহাট রেলস্টেশনের যাত্রীদের। এর শেডে ছিদ্র, প্ল্যাটফরমে বৃষ্টির পানি পড়ে। বৃষ্টি হলেই পুরো প্ল্যাটফরম ভিজে যায়। সেখানে বসা তো দূরের কথা দাঁড়ানোরও জায়গা হয় না যাত্রীদের। ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলানো থাকে। পানির দুর্গন্ধে স্টেশনে যাত্রীদের টিকে থাকা দায়। সিঁড়ি নেই; প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ট্রেনে ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হয়। সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলেই শেড দিয়ে পানি পড়ে জয়পুরহাট রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফরমে। শেডের টিনে মরিচা ধরে বড় বড় ছিদ্র হয়েছে। সেই ছিদ্র দিয়ে পড়ে বৃষ্টির পানি। এতে ভিজে যায় যাত্রীদের বসার স্থানসহ পুরো প্ল্যাটফরম। বৃষ্টির মাত্রা বাড়লে দাঁড়ানোরও পরিবেশ থাকে না স্টেশনে। স্টেশনের দুই নম্বর প্ল্যাটফরমে ওঠার সিঁড়ি না থাকায় প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের ট্রেনে ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হচ্ছে। শেড না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ২০২১ সালে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আধুনিকায়ন কাজ করা হয়। আহসান হাবীব নামে এক যাত্রী বলেন, আধুনিকায়ন করার দুই বছর পরই এক নম্বর প্ল্যাটফরমে শেডের টিনে মরিচা ধরে বড় বড় অসংখ্য ছিদ্র হয়ে গেছে। শাহিন হোসেন নামে একজন বলেন, রেলস্টেশনের বেহাল অবস্থা। ময়লা-আবর্জনায় যত্রতত্র ফেলানো থাকে। পানির দুর্গন্ধে স্টেশনে যাত্রীদের টিকে থাকা দায়। হিমেল খন্দকার নামে আরেক যাত্রী বলেন, দুই নম্বর প্ল্যাটফরমে শেড নেই। যখন আমরা ট্রেনের অপেক্ষায় থাকি তখন বৃষ্টি হলে ভিজেই ট্রেনে উঠতে হয়। জয়পুরহাট রেলস্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, এই রেলস্টেশনের সমস্যা আমাদের নজরে আছে। যাত্রীদের কষ্টের কথা ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই দুর্ভোগ লাঘব হবে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ