নানা সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জয়পুরহাট রেলস্টেশনের যাত্রীদের। এর শেডে ছিদ্র, প্ল্যাটফরমে বৃষ্টির পানি পড়ে। বৃষ্টি হলেই পুরো প্ল্যাটফরম ভিজে যায়। সেখানে বসা তো দূরের কথা দাঁড়ানোরও জায়গা হয় না যাত্রীদের। ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলানো থাকে। পানির দুর্গন্ধে স্টেশনে যাত্রীদের টিকে থাকা দায়। সিঁড়ি নেই; প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ট্রেনে ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হয়। সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলেই শেড দিয়ে পানি পড়ে জয়পুরহাট রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফরমে। শেডের টিনে মরিচা ধরে বড় বড় ছিদ্র হয়েছে। সেই ছিদ্র দিয়ে পড়ে বৃষ্টির পানি। এতে ভিজে যায় যাত্রীদের বসার স্থানসহ পুরো প্ল্যাটফরম। বৃষ্টির মাত্রা বাড়লে দাঁড়ানোরও পরিবেশ থাকে না স্টেশনে। স্টেশনের দুই নম্বর প্ল্যাটফরমে ওঠার সিঁড়ি না থাকায় প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের ট্রেনে ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হচ্ছে। শেড না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ২০২১ সালে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আধুনিকায়ন কাজ করা হয়। আহসান হাবীব নামে এক যাত্রী বলেন, আধুনিকায়ন করার দুই বছর পরই এক নম্বর প্ল্যাটফরমে শেডের টিনে মরিচা ধরে বড় বড় অসংখ্য ছিদ্র হয়ে গেছে। শাহিন হোসেন নামে একজন বলেন, রেলস্টেশনের বেহাল অবস্থা। ময়লা-আবর্জনায় যত্রতত্র ফেলানো থাকে। পানির দুর্গন্ধে স্টেশনে যাত্রীদের টিকে থাকা দায়। হিমেল খন্দকার নামে আরেক যাত্রী বলেন, দুই নম্বর প্ল্যাটফরমে শেড নেই। যখন আমরা ট্রেনের অপেক্ষায় থাকি তখন বৃষ্টি হলে ভিজেই ট্রেনে উঠতে হয়। জয়পুরহাট রেলস্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, এই রেলস্টেশনের সমস্যা আমাদের নজরে আছে। যাত্রীদের কষ্টের কথা ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই দুর্ভোগ লাঘব হবে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
নানা সমস্যায় জয়পুরহাট রেলস্টেশন
শামীম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর