নানা সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জয়পুরহাট রেলস্টেশনের যাত্রীদের। এর শেডে ছিদ্র, প্ল্যাটফরমে বৃষ্টির পানি পড়ে। বৃষ্টি হলেই পুরো প্ল্যাটফরম ভিজে যায়। সেখানে বসা তো দূরের কথা দাঁড়ানোরও জায়গা হয় না যাত্রীদের। ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলানো থাকে। পানির দুর্গন্ধে স্টেশনে যাত্রীদের টিকে থাকা দায়। সিঁড়ি নেই; প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ট্রেনে ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হয়। সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলেই শেড দিয়ে পানি পড়ে জয়পুরহাট রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফরমে। শেডের টিনে মরিচা ধরে বড় বড় ছিদ্র হয়েছে। সেই ছিদ্র দিয়ে পড়ে বৃষ্টির পানি। এতে ভিজে যায় যাত্রীদের বসার স্থানসহ পুরো প্ল্যাটফরম। বৃষ্টির মাত্রা বাড়লে দাঁড়ানোরও পরিবেশ থাকে না স্টেশনে। স্টেশনের দুই নম্বর প্ল্যাটফরমে ওঠার সিঁড়ি না থাকায় প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের ট্রেনে ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হচ্ছে। শেড না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ২০২১ সালে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আধুনিকায়ন কাজ করা হয়। আহসান হাবীব নামে এক যাত্রী বলেন, আধুনিকায়ন করার দুই বছর পরই এক নম্বর প্ল্যাটফরমে শেডের টিনে মরিচা ধরে বড় বড় অসংখ্য ছিদ্র হয়ে গেছে। শাহিন হোসেন নামে একজন বলেন, রেলস্টেশনের বেহাল অবস্থা। ময়লা-আবর্জনায় যত্রতত্র ফেলানো থাকে। পানির দুর্গন্ধে স্টেশনে যাত্রীদের টিকে থাকা দায়। হিমেল খন্দকার নামে আরেক যাত্রী বলেন, দুই নম্বর প্ল্যাটফরমে শেড নেই। যখন আমরা ট্রেনের অপেক্ষায় থাকি তখন বৃষ্টি হলে ভিজেই ট্রেনে উঠতে হয়। জয়পুরহাট রেলস্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, এই রেলস্টেশনের সমস্যা আমাদের নজরে আছে। যাত্রীদের কষ্টের কথা ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই দুর্ভোগ লাঘব হবে।
শিরোনাম
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে