নানা সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জয়পুরহাট রেলস্টেশনের যাত্রীদের। এর শেডে ছিদ্র, প্ল্যাটফরমে বৃষ্টির পানি পড়ে। বৃষ্টি হলেই পুরো প্ল্যাটফরম ভিজে যায়। সেখানে বসা তো দূরের কথা দাঁড়ানোরও জায়গা হয় না যাত্রীদের। ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলানো থাকে। পানির দুর্গন্ধে স্টেশনে যাত্রীদের টিকে থাকা দায়। সিঁড়ি নেই; প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ট্রেনে ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হয়। সরেজমিনে দেখা যায়, বৃষ্টি হলেই শেড দিয়ে পানি পড়ে জয়পুরহাট রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফরমে। শেডের টিনে মরিচা ধরে বড় বড় ছিদ্র হয়েছে। সেই ছিদ্র দিয়ে পড়ে বৃষ্টির পানি। এতে ভিজে যায় যাত্রীদের বসার স্থানসহ পুরো প্ল্যাটফরম। বৃষ্টির মাত্রা বাড়লে দাঁড়ানোরও পরিবেশ থাকে না স্টেশনে। স্টেশনের দুই নম্বর প্ল্যাটফরমে ওঠার সিঁড়ি না থাকায় প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের ট্রেনে ওঠা-নামায় ভোগান্তি পোহাতে হচ্ছে। শেড না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ২০২১ সালে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আধুনিকায়ন কাজ করা হয়। আহসান হাবীব নামে এক যাত্রী বলেন, আধুনিকায়ন করার দুই বছর পরই এক নম্বর প্ল্যাটফরমে শেডের টিনে মরিচা ধরে বড় বড় অসংখ্য ছিদ্র হয়ে গেছে। শাহিন হোসেন নামে একজন বলেন, রেলস্টেশনের বেহাল অবস্থা। ময়লা-আবর্জনায় যত্রতত্র ফেলানো থাকে। পানির দুর্গন্ধে স্টেশনে যাত্রীদের টিকে থাকা দায়। হিমেল খন্দকার নামে আরেক যাত্রী বলেন, দুই নম্বর প্ল্যাটফরমে শেড নেই। যখন আমরা ট্রেনের অপেক্ষায় থাকি তখন বৃষ্টি হলে ভিজেই ট্রেনে উঠতে হয়। জয়পুরহাট রেলস্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, এই রেলস্টেশনের সমস্যা আমাদের নজরে আছে। যাত্রীদের কষ্টের কথা ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই দুর্ভোগ লাঘব হবে।
শিরোনাম
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নানা সমস্যায় জয়পুরহাট রেলস্টেশন
শামীম কাদির, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর