চুয়াডাঙ্গায় শিশু আবু হুরায়রা হত্যা মামলায় এক আসামির মৃত্যুদন্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড পাওয়া আসামির নাম মো. মোমিন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে পারভেজ আহম্মেদ ও জামাত আলীর ছেলে আশরাফুজ্জামান ওরফে রিজন। এদের মধ্যে পারভেজ আহম্মেদ পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ২০২২ সালের ১৯ জানুয়ারি বিকালে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোমিন শ্বাসরোধে হত্যা করে শিশু আবু হুরায়রাকে। হত্যার পর যাবজ্জীবন কারাদন্ড পাওয়া পারভেজ ও আশরাফুজ্জামানের সহযোগিতায় শিশুর বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন আসামির উপস্থিতিতে গতকাল এ আদেশ দেন। মৃত্যুদন্ড পাওয়া নজরুল ইসলাম বিপ্লব (৫০) কটিয়াদী উপজেলার চান্দপুর কোণাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২০ এপ্রিল বিকালে নিজ ঘরে স্ত্রী, সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন ছোট ভাই মাসুদ উজ জামান। ঘুমন্ত অবস্থায় নজরুল ইসলাম বিপ্লব ধারালো দা দিয়ে মাসুদকে কোপাতে থাকেন। একপর্যায়ে খাট থেকে মেঝেতে পড়ে গেলে আবারও ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় মাসুদ উজ জামানের স্ত্রী নিপা বেগম স্বামীকে রক্ষা করতে গেলে তার ওপরও হামলা করে। নিপার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে বিপ্লব পালিয়ে যান। মাসুদ উজ জামানকে বাজিতপুরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিরোনাম
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- সাবেক সংস্কৃতিমন্ত্রী নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
- নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
শিশু হত্যায় মৃত্যুদন্ড দুজনের যাবজ্জীবন
ভাই হত্যায় ভাইয়ের ফাঁসি
চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর