চুয়াডাঙ্গায় শিশু আবু হুরায়রা হত্যা মামলায় এক আসামির মৃত্যুদন্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড পাওয়া আসামির নাম মো. মোমিন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে পারভেজ আহম্মেদ ও জামাত আলীর ছেলে আশরাফুজ্জামান ওরফে রিজন। এদের মধ্যে পারভেজ আহম্মেদ পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ২০২২ সালের ১৯ জানুয়ারি বিকালে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোমিন শ্বাসরোধে হত্যা করে শিশু আবু হুরায়রাকে। হত্যার পর যাবজ্জীবন কারাদন্ড পাওয়া পারভেজ ও আশরাফুজ্জামানের সহযোগিতায় শিশুর বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন আসামির উপস্থিতিতে গতকাল এ আদেশ দেন। মৃত্যুদন্ড পাওয়া নজরুল ইসলাম বিপ্লব (৫০) কটিয়াদী উপজেলার চান্দপুর কোণাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২০ এপ্রিল বিকালে নিজ ঘরে স্ত্রী, সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন ছোট ভাই মাসুদ উজ জামান। ঘুমন্ত অবস্থায় নজরুল ইসলাম বিপ্লব ধারালো দা দিয়ে মাসুদকে কোপাতে থাকেন। একপর্যায়ে খাট থেকে মেঝেতে পড়ে গেলে আবারও ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় মাসুদ উজ জামানের স্ত্রী নিপা বেগম স্বামীকে রক্ষা করতে গেলে তার ওপরও হামলা করে। নিপার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে বিপ্লব পালিয়ে যান। মাসুদ উজ জামানকে বাজিতপুরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিরোনাম
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা