চুয়াডাঙ্গায় শিশু আবু হুরায়রা হত্যা মামলায় এক আসামির মৃত্যুদন্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড পাওয়া আসামির নাম মো. মোমিন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে পারভেজ আহম্মেদ ও জামাত আলীর ছেলে আশরাফুজ্জামান ওরফে রিজন। এদের মধ্যে পারভেজ আহম্মেদ পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ২০২২ সালের ১৯ জানুয়ারি বিকালে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোমিন শ্বাসরোধে হত্যা করে শিশু আবু হুরায়রাকে। হত্যার পর যাবজ্জীবন কারাদন্ড পাওয়া পারভেজ ও আশরাফুজ্জামানের সহযোগিতায় শিশুর বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন আসামির উপস্থিতিতে গতকাল এ আদেশ দেন। মৃত্যুদন্ড পাওয়া নজরুল ইসলাম বিপ্লব (৫০) কটিয়াদী উপজেলার চান্দপুর কোণাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২০ এপ্রিল বিকালে নিজ ঘরে স্ত্রী, সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন ছোট ভাই মাসুদ উজ জামান। ঘুমন্ত অবস্থায় নজরুল ইসলাম বিপ্লব ধারালো দা দিয়ে মাসুদকে কোপাতে থাকেন। একপর্যায়ে খাট থেকে মেঝেতে পড়ে গেলে আবারও ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় মাসুদ উজ জামানের স্ত্রী নিপা বেগম স্বামীকে রক্ষা করতে গেলে তার ওপরও হামলা করে। নিপার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে বিপ্লব পালিয়ে যান। মাসুদ উজ জামানকে বাজিতপুরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
শিশু হত্যায় মৃত্যুদন্ড দুজনের যাবজ্জীবন
ভাই হত্যায় ভাইয়ের ফাঁসি
চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর