চুয়াডাঙ্গায় শিশু আবু হুরায়রা হত্যা মামলায় এক আসামির মৃত্যুদন্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড পাওয়া আসামির নাম মো. মোমিন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে পারভেজ আহম্মেদ ও জামাত আলীর ছেলে আশরাফুজ্জামান ওরফে রিজন। এদের মধ্যে পারভেজ আহম্মেদ পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ২০২২ সালের ১৯ জানুয়ারি বিকালে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোমিন শ্বাসরোধে হত্যা করে শিশু আবু হুরায়রাকে। হত্যার পর যাবজ্জীবন কারাদন্ড পাওয়া পারভেজ ও আশরাফুজ্জামানের সহযোগিতায় শিশুর বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন আসামির উপস্থিতিতে গতকাল এ আদেশ দেন। মৃত্যুদন্ড পাওয়া নজরুল ইসলাম বিপ্লব (৫০) কটিয়াদী উপজেলার চান্দপুর কোণাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২০ এপ্রিল বিকালে নিজ ঘরে স্ত্রী, সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন ছোট ভাই মাসুদ উজ জামান। ঘুমন্ত অবস্থায় নজরুল ইসলাম বিপ্লব ধারালো দা দিয়ে মাসুদকে কোপাতে থাকেন। একপর্যায়ে খাট থেকে মেঝেতে পড়ে গেলে আবারও ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় মাসুদ উজ জামানের স্ত্রী নিপা বেগম স্বামীকে রক্ষা করতে গেলে তার ওপরও হামলা করে। নিপার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে বিপ্লব পালিয়ে যান। মাসুদ উজ জামানকে বাজিতপুরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
শিশু হত্যায় মৃত্যুদন্ড দুজনের যাবজ্জীবন
ভাই হত্যায় ভাইয়ের ফাঁসি
চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর