চুয়াডাঙ্গায় শিশু আবু হুরায়রা হত্যা মামলায় এক আসামির মৃত্যুদন্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড পাওয়া আসামির নাম মো. মোমিন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে পারভেজ আহম্মেদ ও জামাত আলীর ছেলে আশরাফুজ্জামান ওরফে রিজন। এদের মধ্যে পারভেজ আহম্মেদ পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে ২০২২ সালের ১৯ জানুয়ারি বিকালে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোমিন শ্বাসরোধে হত্যা করে শিশু আবু হুরায়রাকে। হত্যার পর যাবজ্জীবন কারাদন্ড পাওয়া পারভেজ ও আশরাফুজ্জামানের সহযোগিতায় শিশুর বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন আসামির উপস্থিতিতে গতকাল এ আদেশ দেন। মৃত্যুদন্ড পাওয়া নজরুল ইসলাম বিপ্লব (৫০) কটিয়াদী উপজেলার চান্দপুর কোণাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২০ এপ্রিল বিকালে নিজ ঘরে স্ত্রী, সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন ছোট ভাই মাসুদ উজ জামান। ঘুমন্ত অবস্থায় নজরুল ইসলাম বিপ্লব ধারালো দা দিয়ে মাসুদকে কোপাতে থাকেন। একপর্যায়ে খাট থেকে মেঝেতে পড়ে গেলে আবারও ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় মাসুদ উজ জামানের স্ত্রী নিপা বেগম স্বামীকে রক্ষা করতে গেলে তার ওপরও হামলা করে। নিপার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে বিপ্লব পালিয়ে যান। মাসুদ উজ জামানকে বাজিতপুরের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিরোনাম
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজারে চড়া দাম, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
শিশু হত্যায় মৃত্যুদন্ড দুজনের যাবজ্জীবন
ভাই হত্যায় ভাইয়ের ফাঁসি
চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর