ফেনীর দাগনভূঞায় একটি সেতুর মাঝের কিছু অংশ ভেঙে গেছে দুই বছর আগে। সেখানে তক্তা বিছিয়ে জোড়াতালি দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এখান দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। সেতুটি মেরামতে এ দীর্ঘ সময়েও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আশঙ্কা এলাকাবাসীর। স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে বৈঠারপাড়া ও চন্দ্রদ্বীপের মধ্যে সংযোগ সেতুটির মাঝের কিছু অংশ ভেঙে যাওয়ায় সেখানে দেওয়া হয়েছে তিনটি বড় তক্তা। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছে শত শত যানবাহন ও সাধারণ মানুষ। বৈঠারপাড়া গ্রামে আমুভূঞার হাট, গজারিয়া রাজাপুর, হাছানিয়া দাখিল মাদরাসা, চন্দ্রদ্বীপ গ্রামের হাইস্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কার্য সম্পাদনে এই ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ও বৈরাগীরহাট বাজারে আসা অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এ সেতু দিয়ে। সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝখানে এক অংশ ধসে পড়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। চলাচলের জন্য যে তক্তা বিছিয়ে দেওয়া হয়েছে তার ওপর দিয়ে হেঁটে চলাচল করা গেলেও কোনো পরিবহন চলাচল ঝুঁকিপূর্ণ। ফেনী সরকারি কলেজের ছাত্র শহিদুল ইসলাম সৈকত বলেন, চন্দ্রদ্বীপ থেকে এই সেতু পার হয়ে প্রতিদিন কলেজে যেতে দুর্ভোগের আশঙ্কায় থাকতে হয়। সিনজি চালক আবুল কাসেম জানান, অনেক ভয় ও আতঙ্ক নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। বিশেষ করে রোগী ও অসুস্থ মানুষসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে চলাচল করতে খুবই ভয় হয়। স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে সেতুটি ভেঙে গেছে। শিক্ষার্থী ও গ্রামবাসীরা জানান, ভাঙা সেতু দিয়ে যাতায়াত করতে তাদের খুব ভয় লাগে। কয়েক দিন আগে এক ব্যক্তি সেতু পারাপারের সময় আহত হয়েছেন। এ ছাড়া এলাকার বেশির ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাদের উৎপাদন হওয়া পণ্য নিয়ে এ সেতু দিয়ে বাজারে যেতে হয়। স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মফিজুর রহমান জানান, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুত সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রকৌশলী মাসুম বিল্লাহ জানান, সেতুটি সরেজমিনে পরিদর্শন করে এসেছি। এটি খুবই ঝুঁকিপূর্ণ। ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। বরাদ্দ পেলে সেতুর কাজ শুরু করা যাবে।
শিরোনাম
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
ভাঙা সেতুতে তক্তা বিছিয়ে চলাচল
ফেনী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কারে ভূষিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
২৭ মিনিট আগে | কর্পোরেট কর্নার
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান
৩৫ মিনিট আগে | জাতীয়