ফেনীর দাগনভূঞায় একটি সেতুর মাঝের কিছু অংশ ভেঙে গেছে দুই বছর আগে। সেখানে তক্তা বিছিয়ে জোড়াতালি দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এখান দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে। সেতুটি মেরামতে এ দীর্ঘ সময়েও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আশঙ্কা এলাকাবাসীর। স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে বৈঠারপাড়া ও চন্দ্রদ্বীপের মধ্যে সংযোগ সেতুটির মাঝের কিছু অংশ ভেঙে যাওয়ায় সেখানে দেওয়া হয়েছে তিনটি বড় তক্তা। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছে শত শত যানবাহন ও সাধারণ মানুষ। বৈঠারপাড়া গ্রামে আমুভূঞার হাট, গজারিয়া রাজাপুর, হাছানিয়া দাখিল মাদরাসা, চন্দ্রদ্বীপ গ্রামের হাইস্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কার্য সম্পাদনে এই ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ও বৈরাগীরহাট বাজারে আসা অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এ সেতু দিয়ে। সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝখানে এক অংশ ধসে পড়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। চলাচলের জন্য যে তক্তা বিছিয়ে দেওয়া হয়েছে তার ওপর দিয়ে হেঁটে চলাচল করা গেলেও কোনো পরিবহন চলাচল ঝুঁকিপূর্ণ। ফেনী সরকারি কলেজের ছাত্র শহিদুল ইসলাম সৈকত বলেন, চন্দ্রদ্বীপ থেকে এই সেতু পার হয়ে প্রতিদিন কলেজে যেতে দুর্ভোগের আশঙ্কায় থাকতে হয়। সিনজি চালক আবুল কাসেম জানান, অনেক ভয় ও আতঙ্ক নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। বিশেষ করে রোগী ও অসুস্থ মানুষসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে চলাচল করতে খুবই ভয় হয়। স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে সেতুটি ভেঙে গেছে। শিক্ষার্থী ও গ্রামবাসীরা জানান, ভাঙা সেতু দিয়ে যাতায়াত করতে তাদের খুব ভয় লাগে। কয়েক দিন আগে এক ব্যক্তি সেতু পারাপারের সময় আহত হয়েছেন। এ ছাড়া এলাকার বেশির ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। তাদের উৎপাদন হওয়া পণ্য নিয়ে এ সেতু দিয়ে বাজারে যেতে হয়। স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মফিজুর রহমান জানান, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুত সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রকৌশলী মাসুম বিল্লাহ জানান, সেতুটি সরেজমিনে পরিদর্শন করে এসেছি। এটি খুবই ঝুঁকিপূর্ণ। ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। বরাদ্দ পেলে সেতুর কাজ শুরু করা যাবে।
শিরোনাম
- রুশ বোমারু বিমানের টহল, প্রথম পারমাণবিক মহড়ার প্রস্তুতি
- আজ সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে স্বরূপে ফিরল লিভারপুল
- রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
- নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না : নাহিদ
- একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আব্দুস সালাম
- নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক
- সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে নতুন ১২ নির্দেশনা