মাদারীপুরে গতকাল মাহিন্দ্রার ধাক্কায় আইনজীবীর সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক মাহিন্দ্রা পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া নেত্রকোনা, খাগড়াছড়ি, ঝিনাইদহ, সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় সড়কে প্রাণ গেছে পাঁচজনের। প্রতিনিধিদের খবর- মাদারীপুর : কালকিনিতে মাহিন্দ্রার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নেছার উদ্দিন হাওলাদার (৩৮) নামে একজন আইনজীবীর সহকারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং মাহিন্দ্রাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল কালকিনি-ভুরঘাটা সড়কে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের। নিহত নেছার পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের আবদুল কাদেরের ছেলে। নেত্রকোনা : নেত্রকোনা জেলা শহরে পিকাপ চাপায় নিহত হয়েছেন আবদুল গনি (৫৮) নামের একজন স্কুলশিক্ষক। শনিবার রাতে শহরের মোক্তারপাড়া আঞ্জুমান স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পিকাপ ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। নিহত আবদুল গনি সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। খাগড়াছড়ি : দুপুরে খাগড়াছড়ির হাসপাতাল সড়কে মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী (২৭) নামে এক ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। তিনি মধুপুর (এপিবিএন) এলাকার আবছার চৌধুরীর ছেলে। ঝিনাইদহ : হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে চালক নিহত হয়েছেন। ভোররাতে হরিণাকুন্ডু উপজেলার শহরের হলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বাদশা মিয়া। সিরাজগঞ্জ : কামারখন্দে বালুভর্তি ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে আসিফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার কয়েলগাতী পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা : সদর উপজেলার বিনেরপোতা এলাকায় স্বামীর মোটরসাইকেল দুর্ঘটনায় মরিয়ম খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম তালা উপজেলার মনোহরপুর গ্রামের আল-আমিনের স্ত্রী।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা