মাদারীপুরে গতকাল মাহিন্দ্রার ধাক্কায় আইনজীবীর সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক মাহিন্দ্রা পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া নেত্রকোনা, খাগড়াছড়ি, ঝিনাইদহ, সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় সড়কে প্রাণ গেছে পাঁচজনের। প্রতিনিধিদের খবর- মাদারীপুর : কালকিনিতে মাহিন্দ্রার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নেছার উদ্দিন হাওলাদার (৩৮) নামে একজন আইনজীবীর সহকারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং মাহিন্দ্রাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল কালকিনি-ভুরঘাটা সড়কে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের। নিহত নেছার পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের আবদুল কাদেরের ছেলে। নেত্রকোনা : নেত্রকোনা জেলা শহরে পিকাপ চাপায় নিহত হয়েছেন আবদুল গনি (৫৮) নামের একজন স্কুলশিক্ষক। শনিবার রাতে শহরের মোক্তারপাড়া আঞ্জুমান স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পিকাপ ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। নিহত আবদুল গনি সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। খাগড়াছড়ি : দুপুরে খাগড়াছড়ির হাসপাতাল সড়কে মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী (২৭) নামে এক ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। তিনি মধুপুর (এপিবিএন) এলাকার আবছার চৌধুরীর ছেলে। ঝিনাইদহ : হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে চালক নিহত হয়েছেন। ভোররাতে হরিণাকুন্ডু উপজেলার শহরের হলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বাদশা মিয়া। সিরাজগঞ্জ : কামারখন্দে বালুভর্তি ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে আসিফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার কয়েলগাতী পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা : সদর উপজেলার বিনেরপোতা এলাকায় স্বামীর মোটরসাইকেল দুর্ঘটনায় মরিয়ম খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম তালা উপজেলার মনোহরপুর গ্রামের আল-আমিনের স্ত্রী।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা