মাদারীপুরে গতকাল মাহিন্দ্রার ধাক্কায় আইনজীবীর সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক মাহিন্দ্রা পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া নেত্রকোনা, খাগড়াছড়ি, ঝিনাইদহ, সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় সড়কে প্রাণ গেছে পাঁচজনের। প্রতিনিধিদের খবর- মাদারীপুর : কালকিনিতে মাহিন্দ্রার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নেছার উদ্দিন হাওলাদার (৩৮) নামে একজন আইনজীবীর সহকারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং মাহিন্দ্রাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল কালকিনি-ভুরঘাটা সড়কে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের। নিহত নেছার পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের আবদুল কাদেরের ছেলে। নেত্রকোনা : নেত্রকোনা জেলা শহরে পিকাপ চাপায় নিহত হয়েছেন আবদুল গনি (৫৮) নামের একজন স্কুলশিক্ষক। শনিবার রাতে শহরের মোক্তারপাড়া আঞ্জুমান স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পিকাপ ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। নিহত আবদুল গনি সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। খাগড়াছড়ি : দুপুরে খাগড়াছড়ির হাসপাতাল সড়কে মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী (২৭) নামে এক ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। তিনি মধুপুর (এপিবিএন) এলাকার আবছার চৌধুরীর ছেলে। ঝিনাইদহ : হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে চালক নিহত হয়েছেন। ভোররাতে হরিণাকুন্ডু উপজেলার শহরের হলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বাদশা মিয়া। সিরাজগঞ্জ : কামারখন্দে বালুভর্তি ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে আসিফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার কয়েলগাতী পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা : সদর উপজেলার বিনেরপোতা এলাকায় স্বামীর মোটরসাইকেল দুর্ঘটনায় মরিয়ম খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকালে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম তালা উপজেলার মনোহরপুর গ্রামের আল-আমিনের স্ত্রী।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ