ঝিনাইদহের শৈলকুপা পৌর শহরে প্রতিদিন যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও সাধারণ মানুষ। বিশেষ করে শহরের কবিরপুর মোড়ে থাকে তীব্র যানজট। চৌরাস্তা মোড়, হাজী মার্কেট মোড় ও কদমতলা মোড়েও থাকে দীর্ঘ যানজট। শহরজুড়ে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা, সিএনজি, নসিমন, করিমনের ছড়াছড়ি। এ শহরের বিভিন্ন পয়েন্টে তিন বছর ধরে ট্রাফিক পুলিশ থাকলেও তারা যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা বলছেন, শৈলকুপা শহরের একমাত্র গেটওয়ে কবিরপুর মোড়। এ মোড়ের পাশেই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ অফিস, সরকারি গোডাউন, বিভিন্ন ক্লিনিক ও হরেক রকমের ব্যবসা প্রতিষ্ঠান। চৌরাস্তার মোড়, হাজী মার্কেট মোড় ও ব্রিজ রোডের কদমতলা মোড়েও দীর্ঘ যানজট দেখা যায়। বিশেষ করে শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাটে তীব্র যানজট থাকে। অনিয়ম, অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। বিভিন্ন মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী তোলা আর যত্রতত্র বাস, ট্রাক রাখা থাকে। পাশাপাশি শহরজুড়ে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আর সিএনজি অটোরিকশা, নসিমন, করিমনের ছড়াছড়ি। পথচারী পৌর এলাকার বাসিন্দা মনিরুজ্জামান বলেন, শৈলকুপার বিভিন্ন পয়েন্টে সব সময় যানজট লেগে থাকে। যানজটের সময় ট্রাফিক পুলিশের দেখা মেলে না। ট্রাফিক পুলিশ যদি দায়িত্বশীল ভূমিকা রাখে, তাহলে এই যানজট নিরসন সম্ভব। অ্যাম্বুলেন্স ড্রাইভার রবিউল ইসলাম বলেন, হাসপাতাল থেকে মুমূর্ষু রোগী নিয়ে আমাদের বাইরে যেতে হয়। কিন্তু কবিরপুর মোড়ে চরম যানজট থাকে, এতে রোগী নিয়ে যেতে আমাদের দুর্ভোগ বেড়ে যায়। ট্রাফিক পুলিশ যানজট নিরসনে সঠিকভাবে পদক্ষেপ নিলে দুর্ভোগ কমে যাবে। উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহাম্মেদ বলেন, কবিরপুর মোড় ও চৌরাস্তা মোড়ে বেশি যানজট দেখা যায়। যানজটের বিষয়ে ট্রাফিক পুলিশের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। চৌরাস্তা মোড়ে সার্বক্ষণিক একজন ট্রাফিক পুলিশ দরকার। শৈলকুপায় দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ সার্জেন্ট বিলাল হোসেন বলেন, এখানে আমরা দুজন দায়িত্বে আছি। যার জন্য অনেক সময় যানজট দেখা দিতে পারে। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ট্রাফিক পুলিশের জনবল সংকট রয়েছে। যার কারণে যানজট নিরসন পুরোপুরি সম্ভব না। উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, যানজট জনদুর্ভোগ বাড়িয়ে দেয়। এটা কমিয়ে আনার ব্যাপারে ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এজন্য সবাইকে সচেতন হতে হবে।
শিরোনাম
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
যানজটে নাকাল শৈলকুপাবাসী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর