ঝিনাইদহের শৈলকুপা পৌর শহরে প্রতিদিন যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও সাধারণ মানুষ। বিশেষ করে শহরের কবিরপুর মোড়ে থাকে তীব্র যানজট। চৌরাস্তা মোড়, হাজী মার্কেট মোড় ও কদমতলা মোড়েও থাকে দীর্ঘ যানজট। শহরজুড়ে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা, সিএনজি, নসিমন, করিমনের ছড়াছড়ি। এ শহরের বিভিন্ন পয়েন্টে তিন বছর ধরে ট্রাফিক পুলিশ থাকলেও তারা যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা বলছেন, শৈলকুপা শহরের একমাত্র গেটওয়ে কবিরপুর মোড়। এ মোড়ের পাশেই রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ অফিস, সরকারি গোডাউন, বিভিন্ন ক্লিনিক ও হরেক রকমের ব্যবসা প্রতিষ্ঠান। চৌরাস্তার মোড়, হাজী মার্কেট মোড় ও ব্রিজ রোডের কদমতলা মোড়েও দীর্ঘ যানজট দেখা যায়। বিশেষ করে শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাটে তীব্র যানজট থাকে। অনিয়ম, অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। বিভিন্ন মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী তোলা আর যত্রতত্র বাস, ট্রাক রাখা থাকে। পাশাপাশি শহরজুড়ে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আর সিএনজি অটোরিকশা, নসিমন, করিমনের ছড়াছড়ি। পথচারী পৌর এলাকার বাসিন্দা মনিরুজ্জামান বলেন, শৈলকুপার বিভিন্ন পয়েন্টে সব সময় যানজট লেগে থাকে। যানজটের সময় ট্রাফিক পুলিশের দেখা মেলে না। ট্রাফিক পুলিশ যদি দায়িত্বশীল ভূমিকা রাখে, তাহলে এই যানজট নিরসন সম্ভব। অ্যাম্বুলেন্স ড্রাইভার রবিউল ইসলাম বলেন, হাসপাতাল থেকে মুমূর্ষু রোগী নিয়ে আমাদের বাইরে যেতে হয়। কিন্তু কবিরপুর মোড়ে চরম যানজট থাকে, এতে রোগী নিয়ে যেতে আমাদের দুর্ভোগ বেড়ে যায়। ট্রাফিক পুলিশ যানজট নিরসনে সঠিকভাবে পদক্ষেপ নিলে দুর্ভোগ কমে যাবে। উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহাম্মেদ বলেন, কবিরপুর মোড় ও চৌরাস্তা মোড়ে বেশি যানজট দেখা যায়। যানজটের বিষয়ে ট্রাফিক পুলিশের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। চৌরাস্তা মোড়ে সার্বক্ষণিক একজন ট্রাফিক পুলিশ দরকার। শৈলকুপায় দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ সার্জেন্ট বিলাল হোসেন বলেন, এখানে আমরা দুজন দায়িত্বে আছি। যার জন্য অনেক সময় যানজট দেখা দিতে পারে। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ট্রাফিক পুলিশের জনবল সংকট রয়েছে। যার কারণে যানজট নিরসন পুরোপুরি সম্ভব না। উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, যানজট জনদুর্ভোগ বাড়িয়ে দেয়। এটা কমিয়ে আনার ব্যাপারে ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এজন্য সবাইকে সচেতন হতে হবে।
শিরোনাম
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিক্সা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি