লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে মরাসতী নদীর ওপর সেতু নির্মাণ হয়নি স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও। এ কারণে উত্তরাবাগ ও চন্ডিমারি গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। মরাসতী নদী পারাপারে ওই দুই গ্রামের মানুষের ভরসা শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো, আর বর্ষায় নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে এ নদী পারাপার হতে হয় এখানকার শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষকে। এতে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। বর্ষাকালে নৌকাডুবির ঘটনাও ঘটে। স্থানীয়দের অভিযোগ, দেড় যুগ ধরে জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতিই দেন। তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেননি কেউ। চন্ডীমারী গ্রামের বয়োজ্যেষ্ঠ আবদুর রহিম জানান, শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে প্রায় বিচ্ছিন্ন থাকে গ্রাম দুটি। জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেনি বলে অভিযোগ করেন তিনি। এলাকাবাসী জানান, প্রায় ১৯ বছর আগে স্থানীয়দের অর্থায়নে মরাসতী নদীর ওপর তৈরি করা হয় বাঁশের সাঁকো। তখন থেকে প্রায় প্রতি বছরই সংস্কার করে চলছে ওই এলাকার মানুষের যাতায়াত। এই বাঁশের সাঁকো অনেক ঝুঁকিপূর্ণ। পুরাতন হয়ে গেছে বাঁশের খুঁটি এবং পাতাটন। এটি হয়ে গেছে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। তবুও উত্তরাপাক এবং চন্ডীমারী গ্রামের ১০ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ওই সাঁকোর ওপর দিয়ে চলাচল করছে। ওই বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মরাসতী নদী পারাপার হতে হয়। ঘটে ছোট-বড় দুর্ঘটনা। রাতে কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। মৃত ব্যক্তির লাশ পার করতে পড়তে হয় বিড়ম্বনায়। শুষ্ক মৌসুমে ঝুঁকি নিয়ে পারাপার করা গেলেও বর্ষায় প্রায় বিচ্ছিন্ন থাকে গ্রাম দুটি। জনপ্রতিনিধিরা বারবার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, দীর্ঘদিন সরকারদলীয় সংসদ সদস্য না থাকায় ব্রিজটি তৈরি করা সম্ভব হয়নি। আওয়ামী লীগের নব নির্বাচিত এমপি আশ্বাস দিয়েছেন।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
প্রতিশ্রুতিতেই দেড় যুগ পার
মরাসতী নদীতে সেতু না হওয়ায় ভোগান্তি
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর