দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। ধামতী ইউনিয়ন পরিষদের সামনে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, দুয়ারিয়া গ্রামের হুমায়ুন কবির ও মোকবুল হোসাইনের জমি দখলের চেষ্টা করেন ধামতী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যানের ভাই আদালতে মামলা করেন। ওই মামলায় ইউনিয়ন ছাত্রলীগ তিন নেতা কামরুল হাসান আনিস, হাবিবুল্লাহ বাহার এবং আল আমিন বাশারকেও আসামি করা হয়।