রবিবার, ৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ মনোহরগঞ্জ ও মুরাদনগরে

কুমিল্লা প্রতিনিধি

বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ মনোহরগঞ্জ ও মুরাদনগরে

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুমিল্লার মনোহরগঞ্জ ও মুরাদনগর উপজেলায় অসচ্ছল নারীদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। মনোহরগঞ্জের মান্দারগাঁও উচ্চবিদ্যালয়ে গতকাল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজালা রানী চাকমা। প্রধান বক্তা ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জের ওসি হানিফ সরকার, মান্দারগাঁও উচ্চবিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার, বসুন্ধরা শুভসংঘের কুমিল্লা জেলা সহসভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। শুভসংঘ মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান পাটোয়ারী। ইউএনও বলেন, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এমন আয়োজন নিঃন্দেহে প্রশংসার দাবিদার। মুরাদনগরে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয় উপজেলা কমপ্লেক্সের পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে। বিভিন্ন গ্রাম থেকে আসা ২০ জন অসহায় ও কলেজপড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হবে। বসুন্ধরা শুভসংঘ মুরাদনগরের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। মুরাদনগর শুভসংঘের উপদেষ্টা প্রভাষক আজিজুর রহমান রনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ ধর, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেন।

সর্বশেষ খবর