গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটার অভিযোগে জেল-জরিমানা করা হয়েছে। উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকায় অভিযান পরিচালনা করে এ আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, গতকাল সকালে উপজেলার নাগরী ইউনিয়নে গলান এলাকায় এক অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ড্রাম্প ট্রাক ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।