নড়াইলে পুকুরে গোসল করতে নেমে নিশিতা ইয়াসমিন শান্তা নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সদর উপজেলার গোবরা গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। শান্তা সদর উপজেলার শেখহাটি গ্রামের এনামুল হকের মেয়ে। তার মা চাকরির সুবাদে সদর উপজেলার গোবরায় বসবাস করেন। শান্তা স্থানীয় গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠে দশম শ্রেণিতে পড়াশোনা করত।