হাটে লাল টুকটুকে শুকনো মরিচের সারি সারি বস্তা সাজানো। সূর্য ওঠার পরপরই হাটে আসতে থাকে বস্তায় বস্তায় মরিচ। গাইবান্ধার চার উপজেলার ১৬৫ চর-দ্বীপচর ও জামালপুরের দেওয়ানগঞ্জের বকশীগঞ্জ উপজেলার কয়েকটি চর থেকে কৃষক ও পাইকাররা মরিচ বিক্রি করতে আসেন এ হাটে। নৌকা ও ঘোড়ার গাড়িতে এখানে মরিচ কেনাবেচা করতে আসেন কৃষক ও পাইকাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ক্রেতা-বিক্রেতার হাঁকডাক। দরদাম মিটলেই বস্তা বোঝাই হয়ে ট্রাক ও ভটভটি যোগে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। এটি গাইবান্ধার ফুলছড়ির শুকনো মরিচের হাটের চিত্র। সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে জেলার একমাত্র এ মরিচের হাট; যা ফুলছড়ির মরিচের হাট নামেই পরিচিত। জেলার এ উপজেলায় মরিচের চাষ বেশি হওয়ায় বেচাকেনার হাটটি ফুলছড়িতেই বসে। ভোর থেকে দুপুর পর্যন্ত এখানে চলে বেচাকেনা। প্রতি হাটে মরিচ বিক্রি হয় কোটি টাকার বেশি। জানা গেছে, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে পুরাতন উপজেলা মাঠে ২০০৪ সাল থেকে এ মরিচের হাট বসে। দেশের বিভিন্ন কোম্পানির প্রতিনিধি যেমন প্রাণ, এসিআইসহ ঢাকা, বগুড়া, সান্তাহার, দিনাজপুর, জয়পুরহাট থেকে বিভিন্ন এলাকার পাইকার এসে এ হাট থেকে মরিচ কিনে নিয়ে যান। গাইবান্ধার শুকনো মরিচের কদর রয়েছে দেশব্যাপী। ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদীবেষ্টিত জেলার চার উপজেলার চর-দ্বীপচরের শত শত বিঘা জমিতে মরিচের ব্যাপক ফলন হয়। সাধারণত বন্যার পানি নেমে যাওয়ার পরই চরের পলিমাটিতে বীজ ছিটিয়ে দু-তিন বার নিড়ানি দিলেই বিনা সারে বিস্তর ফলন হয় মরিচের। মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে চরাঞ্চলের মরিচের রং সুন্দর ও আকার বড় হয়। এ কারণে বগুড়া, নওগাঁ, রংপুরসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা ফুলছড়ি হাটে মরিচ কিনতে আসেন। তবে বেশি মরিচ কেনেন ভোগ্যপণ্য উৎপাদনকারী নামিদামি কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সরেজমিনে দেখা যায়, জেলার চার উপজেলার ১৬৫ চর-দ্বীপচর ও জামালপুরের বকশীগঞ্জের কয়েকটি চর থেকে কৃষক ও পাইকাররা মরিচ বিক্রি করতে আসেন এ হাটে। লাল টুকটুকে মরিচে সাজানো বস্তায় কানায় কানায় ভরে উঠেছে হাট। ভোরে হাট শুরু হওয়ার কারণে দূরদূরান্ত থেকে মরিচ বিক্রি করতে আসা বিক্রেতা ও চাষিরা হাটবারের আগের রাতেই হাটে অবস্থান করেন।
শিরোনাম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোন বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
- স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
- ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ
- যাদের মুখে নির্বাচনের পরিবেশ নাই, তাদের মতবল ভিন্ন : প্রিন্স
- ভূমধ্যসাগরে নৌকা ডুবে তিন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, বহু নিখোঁজ
- বর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : ইকবাল করিম ভূঁইয়া
- আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া-ইরান: ক্রেমলিন
- সাতকানিয়ায় সাতদফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ
- জবি ছাত্রদল নেতা হত্যায় তিন আসামি গ্রেফতার
- গাজা-ইউক্রেন যুদ্ধের ব্যয় টানতে টানতে নাজেহাল মার্কিনিরা: কংগ্রেসওম্যান
- জবি ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন
- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনে জর্জ-আলমগীর প্যানেলের জয়
১৬৫ চর-দ্বীপবাসীর ভরসা শুকনো মরিচের হাট
সাইফুল মিলন, গাইবান্ধা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর