কুমিল্লা নগরীতে সংবাদপত্র কেনার হিড়িক পড়েছে। ১০ হাজারের বেশি পত্রিকা বিক্রি হয়ে যাচ্ছে কয়েক ঘণ্টার মধ্যেই। গতকাল ভোরে বিভিন্ন সংবাদপত্র স্টল ও এজেন্টের কাছে ক্রেতার ভিড় দেখা গেছে। বিক্রি বাড়ায় খুশি এজেন্ট বিলিকারকরা। এজেন্ট সাইফুর রহমান মাসুম, আবদুল বাতেন বাবু, আলমগীর হোসেন, আতিকুর রহমান, আবদুর রশিদ ও কালাম মোল্লার মাধ্যমে নগরীতে ১০ হাজারের বেশি জাতীয় সংবাদপত্র প্রবেশ করে। এ ছাড়া নগরীতে চারটি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়। তাদের ৪ হাজারের মতো পত্রিকা বাজারে আসে। অন্য সময়ে অবিক্রিত থাকলেও এখন তা ২-৩ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। সরেজমিন দেখা যায়, ভোরে আলেখারচর বিশ্বরোড, পদুয়ার বাজার বিশ্বরোড ও নগরীর কান্দিরপাড়ে পত্রিকার গাড়ি আসে। দেশের খবর জানতে তখন থেকে পাঠকদের পত্রিকা নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। নগরী দ্বিতীয় মুরাদপুরের বাসিন্দা রফিকুল ইসলাম সোহেল বলেন, বিস্তারিত খবর জানতে পত্রিকার ওপর নির্ভর করতে হয়। বাসায় নিয়মিত খবরের কাগজ রাখি। বেশি দাম পেয়ে ইদানীং বিলিকারীরা পথেই কাগজ বিক্রি করে দেন। রেইসকোর্স এলাকার মোবারক হোসেন বলেন, নেট নেই। অনলাইনে পড়া যায় না। টিভিতে পূর্ণাঙ্গ খবর আসে না। তাই কয়েকটি পত্রিকা কিনি। যাতে সব খবর জানতে পারি। বিলিকারী পলাশ জানান, বাসায় পত্রিকা বিলি করি। পথে পত্রিকা বেশি দাম দিয়ে কিনতে চান ভ্রাম্যমাণ পাঠকরা। পত্রিকা বিক্রি না করলে তারা মন খারাপ করেন। দি নিউজ হোমের পরিচালক আবদুল বাতেন বাবু বলেন, ভ্রাম্যমাণ পাঠকরা ভোর থেকে স্টলে অপেক্ষা করেন। ২ ঘণ্টায় স্টল থেকে সব কাগজ বিক্রি হয়ে যায়। এজেন্ট সাইফুর রহমান মাসুম, আলমগীর হোসেন ও আতিকুর রহমান বলেন, দীর্ঘদিন পর পত্রিকার কাটতি দেখতে পাচ্ছি। কোনো পত্রিকা অবিক্রিত থাকছে না।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ