কুমিল্লা নগরীতে সংবাদপত্র কেনার হিড়িক পড়েছে। ১০ হাজারের বেশি পত্রিকা বিক্রি হয়ে যাচ্ছে কয়েক ঘণ্টার মধ্যেই। গতকাল ভোরে বিভিন্ন সংবাদপত্র স্টল ও এজেন্টের কাছে ক্রেতার ভিড় দেখা গেছে। বিক্রি বাড়ায় খুশি এজেন্ট বিলিকারকরা। এজেন্ট সাইফুর রহমান মাসুম, আবদুল বাতেন বাবু, আলমগীর হোসেন, আতিকুর রহমান, আবদুর রশিদ ও কালাম মোল্লার মাধ্যমে নগরীতে ১০ হাজারের বেশি জাতীয় সংবাদপত্র প্রবেশ করে। এ ছাড়া নগরীতে চারটি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়। তাদের ৪ হাজারের মতো পত্রিকা বাজারে আসে। অন্য সময়ে অবিক্রিত থাকলেও এখন তা ২-৩ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। সরেজমিন দেখা যায়, ভোরে আলেখারচর বিশ্বরোড, পদুয়ার বাজার বিশ্বরোড ও নগরীর কান্দিরপাড়ে পত্রিকার গাড়ি আসে। দেশের খবর জানতে তখন থেকে পাঠকদের পত্রিকা নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। নগরী দ্বিতীয় মুরাদপুরের বাসিন্দা রফিকুল ইসলাম সোহেল বলেন, বিস্তারিত খবর জানতে পত্রিকার ওপর নির্ভর করতে হয়। বাসায় নিয়মিত খবরের কাগজ রাখি। বেশি দাম পেয়ে ইদানীং বিলিকারীরা পথেই কাগজ বিক্রি করে দেন। রেইসকোর্স এলাকার মোবারক হোসেন বলেন, নেট নেই। অনলাইনে পড়া যায় না। টিভিতে পূর্ণাঙ্গ খবর আসে না। তাই কয়েকটি পত্রিকা কিনি। যাতে সব খবর জানতে পারি। বিলিকারী পলাশ জানান, বাসায় পত্রিকা বিলি করি। পথে পত্রিকা বেশি দাম দিয়ে কিনতে চান ভ্রাম্যমাণ পাঠকরা। পত্রিকা বিক্রি না করলে তারা মন খারাপ করেন। দি নিউজ হোমের পরিচালক আবদুল বাতেন বাবু বলেন, ভ্রাম্যমাণ পাঠকরা ভোর থেকে স্টলে অপেক্ষা করেন। ২ ঘণ্টায় স্টল থেকে সব কাগজ বিক্রি হয়ে যায়। এজেন্ট সাইফুর রহমান মাসুম, আলমগীর হোসেন ও আতিকুর রহমান বলেন, দীর্ঘদিন পর পত্রিকার কাটতি দেখতে পাচ্ছি। কোনো পত্রিকা অবিক্রিত থাকছে না।
শিরোনাম
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
কারফিউতে কুমিল্লা
সংবাদপত্র কেনার হিড়িক
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর