কুমিল্লা নগরীতে সংবাদপত্র কেনার হিড়িক পড়েছে। ১০ হাজারের বেশি পত্রিকা বিক্রি হয়ে যাচ্ছে কয়েক ঘণ্টার মধ্যেই। গতকাল ভোরে বিভিন্ন সংবাদপত্র স্টল ও এজেন্টের কাছে ক্রেতার ভিড় দেখা গেছে। বিক্রি বাড়ায় খুশি এজেন্ট বিলিকারকরা। এজেন্ট সাইফুর রহমান মাসুম, আবদুল বাতেন বাবু, আলমগীর হোসেন, আতিকুর রহমান, আবদুর রশিদ ও কালাম মোল্লার মাধ্যমে নগরীতে ১০ হাজারের বেশি জাতীয় সংবাদপত্র প্রবেশ করে। এ ছাড়া নগরীতে চারটি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়। তাদের ৪ হাজারের মতো পত্রিকা বাজারে আসে। অন্য সময়ে অবিক্রিত থাকলেও এখন তা ২-৩ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। সরেজমিন দেখা যায়, ভোরে আলেখারচর বিশ্বরোড, পদুয়ার বাজার বিশ্বরোড ও নগরীর কান্দিরপাড়ে পত্রিকার গাড়ি আসে। দেশের খবর জানতে তখন থেকে পাঠকদের পত্রিকা নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। নগরী দ্বিতীয় মুরাদপুরের বাসিন্দা রফিকুল ইসলাম সোহেল বলেন, বিস্তারিত খবর জানতে পত্রিকার ওপর নির্ভর করতে হয়। বাসায় নিয়মিত খবরের কাগজ রাখি। বেশি দাম পেয়ে ইদানীং বিলিকারীরা পথেই কাগজ বিক্রি করে দেন। রেইসকোর্স এলাকার মোবারক হোসেন বলেন, নেট নেই। অনলাইনে পড়া যায় না। টিভিতে পূর্ণাঙ্গ খবর আসে না। তাই কয়েকটি পত্রিকা কিনি। যাতে সব খবর জানতে পারি। বিলিকারী পলাশ জানান, বাসায় পত্রিকা বিলি করি। পথে পত্রিকা বেশি দাম দিয়ে কিনতে চান ভ্রাম্যমাণ পাঠকরা। পত্রিকা বিক্রি না করলে তারা মন খারাপ করেন। দি নিউজ হোমের পরিচালক আবদুল বাতেন বাবু বলেন, ভ্রাম্যমাণ পাঠকরা ভোর থেকে স্টলে অপেক্ষা করেন। ২ ঘণ্টায় স্টল থেকে সব কাগজ বিক্রি হয়ে যায়। এজেন্ট সাইফুর রহমান মাসুম, আলমগীর হোসেন ও আতিকুর রহমান বলেন, দীর্ঘদিন পর পত্রিকার কাটতি দেখতে পাচ্ছি। কোনো পত্রিকা অবিক্রিত থাকছে না।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে