মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধলেশ্বরী নদীতে নৌভ্রমণের ট্রলার ও বালু পরিবহনের বাল্কহেডের সংঘর্ষে নিখোঁজের দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে গতকাল সকালে ঘিওর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের রফিক (৪০) ও সাটুরিয়া সদরের সেলিম হোসেনের ছেলে রাসেল (১৪)। জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কুশুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে নৌভ্রমণের ট্রলার ও বালু পরিবহনের বাল্কহেডের সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রলারে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে তিনজন নিখোঁজ ছিল। পরদিন সকালে মিলন মিয়া (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়।
ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি নৌযান জব্দ করা হয়েছে।