সিরাজগঞ্জের এনায়েতপুরে সপ্তম শ্রেণির এ শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাধীন এনায়েতপুর থানা এলাকায় ঘটনাটি ঘটে। ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেম, অতঃপর ফুসলিয়ে আবাসিক হোটেলে নিয়ে রাতভর ধর্ষণ করা হয়। পরদিন প্রেমিকাকে ফেলে পালিয়ে যায় হানজেলা সেখ (২৫) নামে ওই যুবক। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হানজেলা এনায়েতপুর থানার খুকনী গ্রামের সিদ্দিকের ছেলে।
এনায়েতপুর থানার ওসি মো. আবদুর রাজ্জাক জানান, হানজেলা বিবাহিত হয়েও খুকনী গ্রামের ওই শিক্ষার্থীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। নিজেকে সবুজ নামে পরিচয় দেয়।
ওসি আরও বলেন, শুক্রবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। পরিবারের সবাই পালিয়ে গেছে। এ ঘটনায় হানজেলাকে আসামি করে মামলা হয়েছে।