সারা দেশে গতকালও আনন্দ মিছিল ও উল্লাস করেছে ছাত্র-জনতা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর - খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতা গতকালও বিজয় উল্লাসে মেতে ওঠে। পৌর শাপলা চত্বরে হাজার হাজার ছাত্র-জনতার উপস্থিতিতে বিজয় উল্লাসে পুরো শহরকে মুখরিত করে তোলে। গতকাল বিকালে পৌর শাপলা চত্বরে মুক্তমঞ্চে এসে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ আমান হাসান ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, আপনারা যে বিজয় পেয়েছেন তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে বলেন, কারও বাড়ি ঘরের ওপর হামলা করে অর্জিত বিজয় নস্যাৎ করা যাবে না। তিনি সবাইকে প্রত্যেক এলাকার লোকের বাড়ি ঘরে যাতে হামলা না হয় সে ব্যাপারে সচেতন থাকারও পরামর্শ দেন। ছাত্ররা রিজিয়ন কমান্ডারকে মিষ্টি খাইয়ে বিজয় উল্লাস প্রকাশ করেন। মাদারীপুর : জেলায় আনন্দ মিছিল করেছে বিভিন্ন বিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও জেলা বিএনপি কর্মীরা। সোমবার সকাল ১০টার দিকে লেকেরপাড়ের মুক্ত মঞ্চ থেকে আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। অন্যদিকে সকাল সাড়ে ১০টায় পৌর ঈদগাহ থেকে মিছিল বের করে জেলা বিএনপি। কোটা সংস্কার আন্দোলনে জেলার সমন্বয়ক আবদুর রহিমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান বাজার গিয়ে শেষ হয়। অন্যদিকে ঈদগাহে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করা হয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। ঠাকুরগাঁও : আনন্দ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। দুপুরে জেলা শহরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসা থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহর চৌরাস্তায় এসে অবস্থান নেয়। মানিকগঞ্জ : মানিকগঞ্জে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। বিজয় মেলা মাঠ থেকে বিশাল মিছিল বের হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। গাইবান্ধা : জেলায় বিজয় মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচিতে দলের নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ঝিনাইদহ : আনন্দ মিছিল করা হয়েছে ঝিনাইদহে। জেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। রাজবাড়ী : ‘শুকরিয়া মিছিল’ ও নিহত ছাত্রদের স্মরণে রাজবাড়ীতে নামাজ আদায় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা। মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে টানা দুই দিন ধরে চলছে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা পাড়া মহল্লায় দল বেঁধে আনন্দ মিছিল করছেন। মিষ্টি বিতরণেরও ধুম পড়েছে। দাউদকান্দি (কুমিল্লা) : বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দাউদকান্দিতে আনন্দ ও বিজয় মিছিল বের করেন। দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ থেকে এ মিছিল বের করেন। মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে শোকরানা সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব চত্বরে শোকরানা সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে মিছিল প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে শেষ হয়। দিনাজপুর : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আটক অনেক দলের নেতা-কর্মী জামিনে মুক্ত হয়েছেন। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপায় গণ অধিকার পরিষদের উদ্যোগে একটি বিজয় মিছিল হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে দুপুরে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার লক্ষ্যে পৃথক স্থানে পথসভা ও মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। বগুড়া : নন্দীগ্রামে আনন্দ মিছিল করা হয়েছে। দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়।
শিরোনাম
- অবৈধভাবে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক
- রাজস্বে চার মাসে ঘাটতি ৩১ হাজার কোটি টাকা
- রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালের সঙ্গে ভাইয়েকানোর ড্র
- শেষ মুহূর্তে জোতার গোলে ১০ জনের লিভারপুলের ড্র
- ইউনের অভিশংসন: সাংবিধানিক আদালত বসবে সোমবার
- ইতালির নাগরিকত্ব পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের
- বৃষ্টিতে পরিত্যক্ত দ. আফ্রিকা-পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি
- জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ আফগানদের
- কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা
- অপহৃত ২ বাংলাদেশিসহ ৪ রোহিঙ্গাকে ফেরত দিল আরাকান আর্মি
- টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা প্রচারে রামপালে সমাবেশ
- বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেফতার
- নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
- খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
- হেফাজতে ইসলামের খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন
- ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা
- দখল-চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : গণতন্ত্র মঞ্চ
- পুলিশকে মারপিটে উসকানির অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
- কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নবীউল্লাহ নবীর মতবিনিময়