বাগেরহাটে সন্ত্রাসী হামলায় মৃনাল কান্তি চ্যাটার্জি (৭৬) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী শেফালী রানী চ্যাটার্জি (৬০) ও মেয়ে স্কুলশিক্ষক ঝুমা রানী চ্যাটার্জি (৩৮) আহত হয়েছেন। সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
নিহতের মেয়ে ঝুমা রানী চ্যাটার্জি জানান, সোমবার সন্ধ্যায় প্রতিবেশী হুমায়ুন ও নুর ইসলাম এসে হুমকি দেয় রাতেই আমাদের দেখিয়ে দেব। রাত সাড়ে ১২টায় নুর ইসলামসহ একদল সন্ত্রাসী এসে আতর্কিতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে বাবাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে গেলে আমি এবং মাকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামকে মোবাইল একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।