শরীয়তপুরের ভেদরগঞ্জে ফারুক মোল্লা (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরও ১৫ জন। এ সময় ১৫টি বসতবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। নিহত ফারুক চর কুমারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি। স্থানীয়রা জানান, বুধবার রাতে ভেদরগঞ্জ উপজেলার চড়কুমারিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজ মোল্লার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে সিরাজের ভাই ফারুক মোল্লা নিহত হন। আহত হন ১৫ জন। এদের মধ্যে তিনজনকে ডামুড্ডা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিকা বলেন, স্বজনরা ফারুক মোল্লাকে গুরুতর জখম অবস্থায় নিয়ে এসেছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।