ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব হারালেন মোহাম্মদ কামাল (৪৫) নামে এক ব্যক্তি। গতকাল সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। কামাল কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আলী আকবরের ছেলে।
পারভেজ খান নামে এক যুবক জানান, তিনি ওই ব্যক্তিকে আখাউড়া মাইক্রোস্ট্যান্ডের কাছে অস্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখেন। নাম বলতে না পারলেও বাড়ি আব্দুল্লাহপুর বলছিলেন। পরে ওই ব্যক্তির কাছে কাগজে লেখা একটি নম্বরে ফোন করা হলে অপরপ্রান্তে তার বোন রিসিভ করেন। ভিডিও কলে দেখে তার পরিচয় নিশ্চিত করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. লুৎফুর রহমান জানান, ধারণা করছি তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।