চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খালের পানিতে ঝাঁপিয়ে পড়া এক নারীকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান আবুল কালাম (৬৫) নামের এক বৃদ্ধ। ঘটনার ৩৬ ঘণ্টা পর মিলেছে তার লাশ। গতকাল সকালে আলমডাঙ্গার সাতকপাট এলাকায় মাছ ধরতে গিয়ে তার মৃতদেহ দেখতে পান এক জেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা সাদাব্রিজ এলাকায় সুমী খাতুন (৩৫) নামে এক নারী আত্মহত্যার উদ্দেশ্যে খালে ঝাঁপ দেন। তাকে বাঁচাতে আবুল কালামও খালে ঝাঁপ দেন। স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করা গেলেও আবুল কালাম স্রোতে ভেসে যান। ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।