সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। রবিবার রাত ও গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট : মোংলা-মাওয়া মহাসড়কের কাটাখালী এলাকায় গতকাল সকালে পিকআপ ও ইজিবাইক সংঘর্ষে ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জের নোমানের স্ত্রী নিপা বেগম (২৮), রামপালের জিন্নতের ছেলে মাসুম (৩০), খুলনার আরিফ শেখের ছেলে শওকত শেখ (৪০)। অপরজনের পরিচয় জানা যায়নি। কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, সকাল ৮টার দিকে খুলনাগামী যাত্রী বোঝাই ইজিবাইক ও ঢাকাগামী মুরগি বোঝাই পিকআপের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। আহত দুজনকে ফকিরহাট হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
টাঙ্গাইল : মির্জাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা ও গোড়াই ইউনিয়নের দেওহাটা এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম সোনামুদ্দিন (৭০)।
কুমিল্লা : ইপিজেডের সামনে রবিবার রাতে কাভার্ড ভ্যান চাপায় নিহত হয়েছেন হাসান মিয়া (২৪) ও মাসুম হোসাইন (২৯)।
নড়াইল : কালিয়ায় আরবি পড়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মারা গেছেন কলেজছাত্র নাসিম শেখ (২৩)।
ঝিনাইদহ : কালীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (৩৫) নামে এনজিও কর্মী নিহত হয়েছেন।
শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে গতকাল গাড়িচাপায় আক্কাস আলী নামে এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন।
সিলেট : কানাইঘাটে গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দেলোয়ার হোসেন (২৫)।