ঢাকা-ময়মনসিংহে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের শ্রীপুরে যাত্রাবিরতির দাবিতে গতকাল মানববন্ধন করছেন এলাকাবাসী। এ সময় তারা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন অবরোধ করে রাখেন। মানববন্ধনে শ্রীপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ট্রেন আটকে দেওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ হয়ে যায় সব ট্রেন চলাচল। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, শ্রীপুরে সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দাবিতে সকালে মানববন্ধন করা হয়। তখন ট্রেন আটকে দেয় আন্দোলনকারীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।