তুচ্ছ ঘটনায় শেরপুর পৌর এলাকার গৌরিপুর ও খোয়ারপাড় মহল্লা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে মারা গেছেন দুই যুবক। আহত হয়েছেন অন্তত ২০ জন। স্থানীয়রা জানায়, মাইকে ডেকে লোক জড়ো করে দুই এলাকার হাজার হাজার মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নিহতরা হলেন শহরের গৌরীপুর মহল্লার মৃত মৌলভী আজাহার আলীর ছেলে ট্রলিচালক মিজানুর রহমান মিজান (৩৫) ও দোলোয়র হোসেন মিন্টুর ছেলে আরিফুল ইসলাম শ্রাবণ (২২)। শ্রাবণ জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক। মিজান শ্রমিকদল নেতা। সোমবার সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে সংঘর্ষ।
শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন এসব কঠিন হস্তে দমন করার ব্যবস্থা চলছে।