শিরোনাম
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

থানা থেকে লুণ্ঠিত ৮টি পিস্তল উদ্ধার

সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া ৮টি পিস্তল, ৯টি ম্যাগাজিনসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার গভীর রাতে পৌরসভা এলাকার একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। গতকাল র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাঙচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে। এরই ধারাবাহিকতায় র?্যাব-১১’র অভিযান চালিয়ে আড়াইহাজার থানার লুণ্ঠিত ৮টি পিস্তল, ৯টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর