বগুড়ায় গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত, পরিবারের সঙ্গে মতবিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজশাহী জোনের বিভাগীয় ছাত্র-নাগরিক মৈত্রী সফরের অংশ হিসেবে গতকাল দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় করেন তারা। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, রাজশাহী জোনের ছাত্র-নাগরিক মৈত্রী সফরের প্রতিনিধি দলের সদস্য কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, মো. ইফতেখার আলম আসাদ, আবদুল্লাহ আল মাহমুদ মেহেদী, ফয়সাল আহমেদ, আল রাকিব, ফাতিন মাহদি, সাদিকুল ইসলাম স্বাধীন, ঐশিক ম ল জয়, ইমাম হুসাইন প্রমুখ।