কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল দুপুরে স্থানীয় পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি জেলা শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তৃতা করেন শরীফ রফিকুজ্জামন, ডা. কে এম বাবর, তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব।