শিরোনাম
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

তিন জেলায় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

ট্রেনে কাটা পড়ে তিন জেলায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় গতকাল ট্রেনে কাটা পড়ে জেসমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বগুড়া : কাহালুতে মঙ্গলবার রাতে আন্তনগর ট্রেনের নিচে কাটা পড়ে স্বপন কুমার (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। জয়পুরহাট : সকালে সদর উপজেলার সাহাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। স্থানীয়রা জানায়, রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। ওসি শাহেদ আল মামুন জানান,  পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

সর্বশেষ খবর