বগুড়ার সারিয়াকান্দিতে জামায়াতে ইসলামীর সিরাত মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সংগঠনের সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের হাটফুলবাড়ি ইউনিয়ন শাখার আমির জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বক্তৃতা করেন বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা ক্বারী আবদুল মজিদ, জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জহুরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন প্রমুখ।