শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

তিন দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু দুই যুবক আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শোয়াইব হোসেন (৫) নামে এক শিশু অপহরণের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতেই তাদের আটক করা হয়। তবে অপহরণের তিন দিনেও শোয়াইবকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এর আগে বুধবার রাতে টানা কালিয়াকৈর এলাকা থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। আটকরা হলেন কাজল মিয়া (১৮) ও শাকিল হোসেন (১৯)।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, অপহৃত শিশুকে উদ্ধারে পুলিশের একটি টিম মাঠে কাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, অপহৃত শিশুটির বাবা রুবেল হোসেন টানা কালিয়াকৈরে বসবাস করে রাজধানী পরিবহনের বাস চালান। বুধবার রাত ৮টার পর থেকে শোয়াইব নিখোঁজ হয়। এ ঘটনায় ওই রাতেই তার পরিবার কালিয়াকৈর থানায় একটি জিডি করে। পরদিন শোয়াইবের বাবার নম্বরে কয়েক দফায় ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা বৃহস্পতিবার রাত পর্যন্ত দুজকে আটক করে। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

 

সর্বশেষ খবর