রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ভারত সীমান্তে দুই নারী আটক

কুমিল্লা প্রতিনিধি

সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার। আটকরা হলেন- বুড়িচং উপজেলার ভারাল্লা ঘাড়ুচো গ্রামের স্বপন ইসলামের স্ত্রী শিল্পী আক্তার (৩৩) ও শফিক আলমের স্ত্রী সুলতানা আক্তার (২০)। তারা কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় (ঝাউতলা) এলাকায় বাস করেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্য সিপাহীজলা জেলার সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামের আবদুল জলিল ও নাছির মিয়া। তাদের মাধ্যমে পাচার হওয়ার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। বিজিবি অধিনায়ক জানান, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহল দল নিশ্চিন্তপুর সীমান্ত থেকে তাদের আটক করে।

 

সর্বশেষ খবর