নওগাঁ সদর উপজেলার ইয়াদ আলীর মোড় নামক স্থানে সন্ত্রাসী হামলায় তিন ভাই আহত হয়েছেন। তারা বিএনপির নেতা-কর্মী। গত শনিবার রাত ১০টার দিকে এ হামলা হয়। আহতদের প্রথমে নওগাঁ সদর হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন- ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২) ও শফিকুল ইসলাম (৪৫)। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা ছড়ালে সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মজিদ, কাবিল হোসেন ও শফিকুল তাদের গোস্তের দোকান বন্ধ করছিলেন। তখন কয়েকজন হঠাৎ গুলি চালায় ও ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত শটগান ফেলে রেখে যায়।
নওগাঁর পুলিশ সুপার কুতব উদ্দিন জানান, সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে শটগান ও মোটরসাইকেল। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন তিনি।