দিনাজপুরের খানসামায় ডিলারদের কাছ থেকে ভোজ্য তেল ক্রয় করতে পারছেন না টিসিবি কার্ডধারী ২০ হাজার ৭৬৪টি পরিবার। খোলা বাজারে তেল ক্রয় করতে গিয়ে বিপাকে পড়ছেন এসব নিম্ন আয়ের মানুষ। টিসিবির ৮ ডিলার জানান, ভোজ্য তেলের সংকট থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না। খানসামা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ফ্যামিলি কার্ড অনুযায়ী প্রতি মাসে ডিলারের মাধ্যমে ইউনিয়ন পরিষদ চত্বরে সরকার নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করা হয়। ২ ডিসেম্বর খানসামার আঙ্গারপাড়া ও খামারপাড়া ইউপিতে টিসিবি কার্ডধারীদের ৫ কেজি চাল, ২ লিটার ভোজ্য তেল ও ২ কেজি মসুর ডাল ৪৭০ টাকায় দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। টিসিবি কার্ডধারী প্রতিটি পরিবারকে ২৭০ টাকার বিনিময়ে শুধু ৫ কেজি চাল ও ২ কেজি ডাল দেওয়া হচ্ছে। ভোজ্য তেল না পেয়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে ক্ষোভ দেখা গেছে।
আঙ্গারপাড়া ইউনিয়নে টিসিবি পণ্য ক্রয় করতে আসা মইনুল ইসলাম বলেন, প্রতি মাসে ভোজ্য তেল, চাল ও ডাল কিনতাম। এবার এসে দেখি সয়াবিন তেল নেই। বাজারেও তো তেলের মূল্য বেশি। ডিলার বাইজিদ ইসলাম বলেন, টিসিবি ক্যাম্প অফিসে তেলের সংকট থাকায় চলতি মাসে ডিলারদের সয়াবিন তেল দেয়নি। এজন্য টিসিবি কার্ডধারীদের তেল দিতে পারছি না।
ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, টিসিবি অফিস থেকে এবার ডিলারদের সয়াবিন তেল সরবরাহ না করায় কার্ডধারীরা সয়াবিন তেল পাচ্ছেন না। এ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।