বিজিবির অভিযানে হবিগঞ্জে প্রায় পৌনে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, চকলেট, ট্যাবলেট, স্যুটের ও বিভিন্ন ধরনের থান কাপড় জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে গতকাল এ তথ্য জানানো হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান জানান- বৃহস্পতিবার বিজিবির একটি বিশেষ টহলদল জেলার মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ভারতীয় চোরাচালান করা মালামাল ভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করে। এ সময় চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। এতে থাকা ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্, চকলেট, ট্যাবলেট, স্যুটের ও জর্জেট থান কাপড় পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি একাশি লাখ আশি হাজার টাকা।