পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত ভ্যান মালিক শ্রমিক সমিতি। শহরের দুই নাম্বর রেলগেট থেকে গতকাল মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয়স্তম্ভে আসে। বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক তরিকুল সুজন ও ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জের সভাপতি ফারহানা মানিক মুনা। আন্দোলনরতরা জানান, পুলিশ ব্যাটারিচালিত অটোভ্যান চালকদের কাছ থেকে প্রতি মাসে ১০০০-১২০০ টাকা চাঁদা আদায় করে যেটা অযৌক্তিক। পুলিশের চাঁদাবাজি বন্ধ না হলে উপযুক্ত জবাব দেওয়া হবে। সড়ক অবরোধের খবর পেয়ে সদর থানার ওসি নাছির আহমদ ঘটনাস্থলে এসে ভ্যান চালকদের আশ্বস্ত করে সরিয়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। ওসি জানান, চাঁদাবাজির বিষয়ে আমার জানা নেই।
রেকার বিলের বিষয়টি খতিয়ে দেখা হবে। বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতনদের জানাব। পাশপাশি ভ্যান চালক প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হবে।