ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় রাস্তার পাশে আনুমানিক ৭৫ বছর বয়সি এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে লাশটি উদ্ধার করা হয়। জোরারগঞ্জ থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানকার দায়িত্বরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নাছরিন নাহার মিতু জানান, পুলিশ অচেতন অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনার পর দেখা যায় তিনি বেঁচে নেই।