ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের রাজাপুর গ্রামের ব্যাপারী বাড়ি জামে মসজিদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে গতকাল রাজাপুর গ্রামের ব্যাপারী বাড়ি জামে মসজিদের পাশে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশ নেয়। একই দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি কুদ্দুস ব্যাপারী, স্থানীয় মুসল্লি সেলিম মামুন, মমিন ব্যাপারী, আতিয়ার মুন্সী, আতা মোল্যা প্রমুখ। স্থানীয়দের অভিযোগ, ব্যাপারী বাড়ি জামে মসজিদের নামে জনৈক আবদুল কাদের ব্যাপারী ২১ শতাংশ জমি দান করে যান। সেই জমিতে মসজিদ কমিটি নানা ফলের গাছ লাগিয়ে সেই গাছের ফল বিক্রি এবং জমি লিজ দিয়ে তার আয় থেকে মসজিদের খরচ পরিচালনা করতেন।
সম্প্রতি আবদুল কাদের ব্যাপারী মারা যাওয়ার পর তার ভাই জলিল ব্যাপারী জমিটি তার দখলে নিতে চেষ্টা চালায়। কয়েক দিন আগে জমি থেকে জলিল ব্যাপারী জোরপূর্বক মাটি কেটে নিয়ে যায়। স্থানীয়রা বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এ বিষয়ে জলিল ব্যাপারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।