কোটা বহাল রেখে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও রাজবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা মেডিকেল ভর্তি পরীক্ষার কোটা বাতিলের দাবি জানান। গতকাল চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্র নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনই ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিত্তি। এই আন্দোলনের মাধ্যমেই কোটা প্রথার অবসান ঘটেছিল। মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা নতুন কোটা ব্যবস্থা দেখতে পেয়েছি, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ কোটা ব্যবস্থাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।
এদিকে রাজবাড়ীর বড়পুল থেকে মিছিল বের করেন বিভিন্ন প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী। পরে সমাবেশে বক্তারা বলেন, কোটার কারণে অনেক অযোগ্য শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। কোটার জন্য হাজার হাজার মানুষের রক্ত ঝরেছে। অনেক মানুষ শহীদ হয়েছেন। রক্তের সঙ্গে বেইমানি করে কোটাপ্রথা মেনে রেজাল্ট দেওয়া হয়েছে।