ইন্দুরকানী উপজেলায় ঘুমন্ত দুই কিশোরী এবং এক নারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে গতকাল ভোরে এ হামলা হয়। আহতরা হলেন ঢেপসাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী জেসমিন (৪৫), মেয়ে ইয়ানা (১১) ও তাদের আত্মীয় জুয়েনা (১২)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, জাহাঙ্গীরের ঘরে রাতে সিঁদ কেটে ঢুকে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বজনরা জানান, জেসমিনের স্বামী মাছ ধরতে তিন দিন আগে সাগরে যান। রাতে মেয়ে ইয়ানা ও আত্মীয় জুয়েনাকে নিয়ে ঘরে ছিলেন তিনি। বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনজন। সকালে রক্তাক্ত জুয়েনা দরজা খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন। তিনজনেরই মুখমণ্ডলে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।