মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শুরু হয়েছে ‘মধুমেলা ২০২৫’। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে প্রতিবছরের মতো এবারও এ মেলা চলবে সাত দিন। শুক্রবার বিকালে মেলা উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। পরে ‘মধু মঞ্চে’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবুল হোসেন আজাদ, গোলাম রসুল, জাহিদ হাসান টুকুন, বেনজীন খান, জেসিনা মুর্শিদ প্রাপ্তি। প্রথম দিন থেকেই মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠে মেলা। সার্কাস, নাগরদোলা, পুতুলনাচ, যাত্রাসহ রয়েছে নানা আয়োজন।