দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
ব্রাহ্মণবাড়িয়া : গতকাল ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় ট্রাক ও বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন- আশুগঞ্জ উপজেলার আকাশ ও কুমিল্লার আমির হোসেন (৩৪)।
কুষ্টিয়া : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় সকালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন- কুষ্টিয়ার নয়ন (৩০) ও রনি ইসলাম (২৫)।
খুলনা : সকালে নগরীর খালিশপুরে ট্রলির ধাক্কায় মুকরিমা বিনতে মোহন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সিলেট : শুক্রবার রাতে ফেষ্ণুগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে লাকি ইমাম (২৪) এক যুবকের মৃত্যু হয়েছে।
ফেনী : সকালে ফুলগাজীর কলাবাগান এলাকায় বাসচাপায় তাসিন (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।