ফেনীর পরশুরামে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ মুহুরী নদীর সংযোগস্থলে টেকসই গার্ডার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকালে পরশুরাম-সুবার বাজার সড়কে মুহুরী ব্রিজের পাশে পরশুরাম উন্নয়ন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। মেহেদী হাসান সবুজের সভাপতিত্বে ও আজিজ রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন এম এ হাসান, জামাল উদ্দিন চৌধুরী, মাওলানা ফজলুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।