কুষ্টিয়ার কুমারখালীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের একটি আম গাছ থেকে গতকাল ভোরে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের নাম মো. স্বাধীন (২২)। তিনি সোন্দাহ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী এবং নন্দলালপুর এলাকার আকুল হোসেনের একমাত্র সন্তান। এটি হত্যা নাকি আত্মহত্যা বা কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা যায়নি।