কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে সদ্য চালু হওয়া ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ‘স্ক্র্যাপ শেডে’ অগ্নিকাণ্ড ঘটেছে। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের রহস্য উদঘাটন ও ক্ষতির পরিমাণ নিরুপণে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। কমিটিকে আগামী দুই কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।