কুমিল্লার লাকসামে ১৫ দিনেও উদঘাটন হয়নি মাদরাসাছাত্রী সামিয়া আক্তারের (১৩) মৃত্যুরহস্য। হত্যা মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে হতাশ সামিয়ার স্বজনরা।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, সুমাইয়া হত্যার ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। এ বিষয়ে মামলা হয়েছে। মৃত্যুরহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
সামিয়ার মা শারমিন আক্তারের অভিযোগ, মাদরাসা কর্তৃপক্ষ তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। গত সোমবার সংবাদ সম্মেলনে তিনি মাদরাসা প্রধান জামাল উদ্দিন, শিক্ষক শারমিন ও দারোয়ান খলিলুর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাদের দাবি জানিয়েছিলেন। জানা যায়, নাঙ্গলকোট উপজেলার নাওগোদা গ্রামের প্রবাসী নিজাম উদ্দিনের মেয়ে সামিয়া লাকসাম পৌরসদরের ইকরা মহিলা মাদরাসার সপ্তম শ্রেণির আবাসিক শিক্ষার্থী ছিল।