গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গত বুধবার রাতে টঙ্গী বাজার এলাকার খান মার্কেটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, মার্কেটের মেসার্স তানভীর ট্রেডার্স হার্ডওয়ারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। মার্কেটের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে টঙ্গী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।