দিনাজপুরের ঘোড়াঘাটে শিয়ালের জন্য তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে উম্মে হাবিবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার ডুগডুগিহাট শালগ্রামে এ ঘটনা ঘটে। হাবিবা ওই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। সে ঘোড়াঘাট উপজেলার পুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটির বাবা জানান, বাড়ির পাশে মাহফুজার রহমানের হাঁসের খামার। শিয়ালের উৎপাতের কারণে খামারের নিচে চারপাশে তারের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখতেন। রবিবার বিকালে ঝড়-বাতাসের সময় হাবিবাসহ তিন শিশু আম কুড়াতে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন খামারের পাশে হাবিবার লাশ পড়ে থাকতে দেখে।
ওসি নাজমুল হক জানান, সুরতহালে শিশুটির দুই পায়ে এবং পিঠে বিদ্যুৎস্পৃষ্টের পোড়া ক্ষত পাওয়া গেছে।